খন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে তখন সেটাই হয়তো সব থেকে বেশি বিপদজনক হয়ে যায়।লক্ষীপুরের এমন আচরণ যে লজ্জায় মাথা ঝাকাতে হচ্ছে পুরো প্রশাসক কে। লেডিস হোস্টেলে ঢুকে মেয়েদের নগ্ন করে নাচানো অভিযোগ উঠেছেে খোদ  পুলিশ কর্মীদের বিরুদ্ধে। এমন ভয়ানক অভিযোগে শোরগোল মহারাষ্ট্র বিধানসভায়। তদন্তের দাবিতে সরব বিরোধীদের চাপে পড়ে চার সদস্যের কমিটি কমিটিকে তদন্তে ঘটনার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

সম্প্রতি জলগাঁও এলাকার এক হোস্টেলে মারাত্মক ঘটনার কথা সামনে আসে। ওই হোস্টেলের কিছু আবাসিক পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নির্যাতিত ছাত্রীরা জানিয়েছেন, গ্রন্থির নাম করে বেশ কিছুদিন ধরে পুলিশ ও বাইরের কিছু লোক হোস্টেলে ঢুকে তাদের সঙ্গে অভব্য আচরণ করছে। হোস্টেলে এসে জোর করে ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করছে তারা। ভয় দেখিয়ে নগ্ন মেয়েদের নাচতেও হচ্ছে তাদের হাতের ইশারায়। ছাত্রীদের এই নাচ ভিডিও পড়েছেন তারা বলে অভিযোগ নির্যাতিতাদের।


আর সেই ঘটনার একটি ছোট্ট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ায় পুরো ঘটনাটি সামনে আসে। এই ইস্যুতে বিধানসভায় প্রতিবাদে সরব বিরোধীরা। বিজেপি বিধায়ক সুধীর মুঙ্গান্তিওয়ার বিষয়টি এদিন বিধানসভায় তোলেন। তারপর ন্যায় বিচারের দাবিতে শুরু হয় শোরগোল। বিরোধীদের জবাবে মহারাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীকে অনিল দেশমুখ বলেন, অভিযোগ সত্য হলে এর থেকে দুঃখজনক আর কিছু নয়। ঘটনা তদন্তে চার সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন