প্রিয়াঙ্কার ক্ষেত্রেও এমনটা ঘটলো।শুদ্ধ প্রকল্প তার আত্মজীবনীতে প্রিয়াঙ্কার কলমে উঠে এলো তার জীবনের অনেক গোপন কথা।যার মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি নজর কাড়লো ২০১৬ সাল!
আরও পড়ুন:এবার দলবদলের জল্পনায় কানাইয়া কুমার
'আনফিনিশড'নিজের আত্মজীবনীর নাম এটাই রেখেছেন প্রিয়াঙ্কা। তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা যে গল্পগুলি অসম্পূর্ণ,তাই বইয়ের পাতায় জায়গা করে নিয়েছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। আর সেই বইয়ের বেশ কিছু অংশ জুড়ে প্রিয়াঙ্কা তুলে ধরলেন ২০১৬ সাল এবং এক ব্রেকআপ!
কারুর নাম না করে প্রিয়াঙ্কা লিখেছেন, পিছনে তাকালে মাঝে মাঝে অবাক হই। সম্পর্ক থাকার সময় নিজের সবটুকু দিয়ে ছিলাম। সেই সম্পর্ক ছিল জনপ্রিয় কয়েকজন মানুষের সঙ্গে। আমি ব্যক্তিগত কুৎসা করতে চাইনা। তাই কারো নাম নিলাম না। এখনো আমিও বিবাহ বন্ধনে। আর তাদের তো সন্তানও রয়েছে। তবে মাঝেমধ্যে মনে হয় আগে কি আমি সম্পর্কগুলোকে বুঝতে পারতাম না।
প্রিয়াঙ্কার বইয়ের এই পাতা গুলো পড়ে নেটিজেনদের কৌতুক তুঙ্গে। ঠিক করা কথা বলছেন প্রিয়াঙ্কা তা জানার চেষ্টা করেই চলেছেন তারা। অনেকের মতে প্রিয়াঙ্কা এখনো শাহরুখের কথাই বলতে চেয়েছেন। তবে প্রিয়াঙ্কার কথায়, রহস্য আমার ভালো লাগে, আমি থাকতে চাই।
একটি মন্তব্য পোস্ট করুন