২০২০ এর ১৪ জুন দেশজুড়ে কান্নার ঢল নেমেছিল। আত্মঘাতী হলেন সুশান্ত সিং রাজপুত। যদিও এখনও তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। আজ বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের ৩৫ তম জন্মবার্ষিকী।
এদিকে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি এদিন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, সুশান্ত সিং মেমোরিয়াল ফান্ডের ৩৫ হাজার ডলার অর্থ সেসব মেধাবী পড়ুয়াদের ক্ষেত্রে ব্যয় হবে, যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চান।Anyone interested in pursuing Astrophysics at UC Berkeley can apply for this fund. Grateful to the Angels who made it possible. 🙏 Happy Birthday my little Brother, I hope you always stay happy wherever you are! Love You ❤️#SushantDay https://t.co/Bgv3vmmBoQ pic.twitter.com/zqSTIEEAR4
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) January 20, 2021
শ্বেতা ট্যুইট করে লেখেন, 'আমি ভীষণ আনন্দিত এটা জানতে পেরে যে ভাইয়ের ৩৫ তম জন্মদিনে একটা স্বপ্ন অন্তত আমরা পূরণ করতে পেরেছি। ইউসি বার্কেলিতে ৩৫ হাজার ডলারের সুশান্ত সিং রাজপুতের ফান্ড তৈরি করা হয়েছে। যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান তারা এই ফান্ডের জন্য আবেদন করতে পারেন। যেসব এঞ্জেলরা এই সুযোগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ছোট ভাই, হ্যাপি বার্থডে। আমি আশা করব তুমি যেখানে আছো ভালো আছো, খুশিতে আছো। লাভ ইউ।'এই সময়ের সহ-অভিনেতা রাজকুমার রাও, পরিচালক অভিষেক কাপুর সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন সুশান্তকে।Burdayboyyyy!!! Miss karta hoon yaar tujhe ❤️@itsSSR #ssrbirthday #SushantDay pic.twitter.com/gsf1XvpYDh
— Abhishek Kapoor (@Abhishekapoor) January 21, 2021
This smile can melt every heart ❤️ Happy #SushantDay pic.twitter.com/DHgeTbZFy0
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) January 21, 2021
I have said enough about this but still it isn’t enough. Chronology of Sushant murder.
— Kangana Ranaut (@KanganaTeam) January 21, 2021
1) Fall out with Aaditya Chopra because self made Sushant refused to be bound by their evil capitalists contracts.Chopra promised to destroy him.
2) KJO and Chopra bound by Nepotism love (cont)
আরও পড়ুন:সালমান খানের ঘনিষ্টের মৃত্যু,Bigg Boos এর ভবিষ্যত অনিশ্চিতায়,
একটি মন্তব্য পোস্ট করুন