২০২০ এর ১৪ জুন দেশজুড়ে কান্নার ঢল নেমেছিল। আত্মঘাতী হলেন সুশান্ত সিং রাজপুত। যদিও এখনও তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। আজ বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের ৩৫ তম জন্মবার্ষিকী।


এদিন টুইটারে তার ফ্যানেরা 'One Day For SSR'শীর্ষক একটি ক্যাম্পেইন চালু করেছেন।আজকের দিনটি উৎসর্গ করা হয়েছে সুশান্তের স্মৃতিতে।'সুশান্ত ডে'হ্যাশট্যাগ ও ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়।

এদিকে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি এদিন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, সুশান্ত সিং মেমোরিয়াল ফান্ডের ৩৫ হাজার ডলার অর্থ সেসব মেধাবী পড়ুয়াদের ক্ষেত্রে ব্যয় হবে, যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চান।


শ্বেতা ট্যুইট করে লেখেন, 'আমি ভীষণ আনন্দিত এটা জানতে পেরে যে ভাইয়ের ৩৫ তম জন্মদিনে একটা স্বপ্ন অন্তত আমরা পূরণ করতে পেরেছি। ইউসি বার্কেলিতে ৩৫ হাজার ডলারের সুশান্ত সিং রাজপুতের ফান্ড তৈরি করা হয়েছে। যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে ‌ পড়াশোনা করতে চান তারা এই ফান্ডের জন্য আবেদন করতে পারেন। যেসব এঞ্জেলরা এই সুযোগ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ছোট ভাই, হ্যাপি বার্থডে। আমি আশা করব তুমি যেখানে আছো ভালো আছো, খুশিতে আছো। লাভ ইউ।'এই সময়ের সহ-অভিনেতা রাজকুমার রাও, পরিচালক অভিষেক কাপুর সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন সুশান্তকে।


।অন্যদিকে কঙ্গনা রানাওয়াত এদিন আবার একটি বিতর্কিত টুইট করে সুশান্তের মৃত্যু নিয়ে। তিনি লেখেন, 'আমি এর আগে অনেক কথা বলেছি। কিন্তু সেটাও যথেষ্ট নয়।এক সুশান্ত শুধুমাত্র আদিত্য চোপড়ার নিষ্ঠুর পুঁজিবাদী কন্ট্রাক মানেনি বলে, শত্রুতা করেছিলেন চোপড়া। বলেছিলেন, ধ্বংস করে দেবেন ওকে। দুই , KJO(করণ জোহর) এবং চোপড়া নিজেদের নেপোটিজম প্রীতি টিকিয়ে রাখার জন্য বিষয়টা নিজেদের হাতে নেন। ধ্বনি ছবি ব্লকবাস্টার হিট হওয়ার পর করন‌ জহর সুশান্ত একটি ছবিতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখেন নি। এতে সুশান্ত সিংহের হৃদয় ভেঙে গিয়েছিল, একথা তিনি জানিয়েছিলেন। তিন, মাফিয়া PR কুৎসা করে নানান ক্যাম্পেইন চালাতে শুরু করে। বল সুশান্ত মাদকাসক্ত, ধর্ষক। চার, সেই সময় মহেশ ভাট তার জীবনে এন্ট্রি নেন এবং মানসিক চাপ দিয়ে পারভিন ববির পরিণতির দিকে এগিয়ে দে সুশান্তকে। উনি জানতেন সুশান্ত অবসাদগ্রস্ত। ভাট সাব, যদি সব অবসরে ভোগা মানুষ পারভিন ববি হয়ে যান, তাহলে আপনার কন্যা শাহিনের ও কিন্তু একই পরিণতি হওয়া উচিত। উনিত অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ডিপ্রেশন।'



 আরও পড়ুন:সালমান খানের ঘনিষ্টের মৃত্যু,Bigg Boos এর ভবিষ্যত অনিশ্চিতায়,

 

Post a Comment

নবীনতর পূর্বতন