![]() |
Image-সংগ্রিহত |
মধ্যপ্রদেশের আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে বিজেপি নেতারা বারবারই আওয়াজ তুলেছেন। ভোটের আগে সেই স্বর কয়েকগুণ বেড়ে গিয়েছে।কিন্তু বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এবার যে চিত্র সামনে এলো তাতে সে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে বাধ্য। মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় এবার গণধর্ষণের শিকার ১৩ বছরের এক কিশোরী।আশ্চর্যের বিষয় হলো ৫ দিনের মধ্যে দু দুবার নয় জন ব্যক্তি ওই কিশোরীকে গণধর্ষণ করেছে। ঘটনার বীভৎসতা শুনে শিউরে উঠছে অনেকেই।
পুলিশ সূত্রে খবর, প্রথমে ওই নাবালিকাকে অপহরণ করা হয়। তারপর তাকে গণধর্ষণ করে ৭ জন। আর সেই ঘটনার দিন চারেক পরে আগের দিন অভিযুক্ত ফের গণধর্ষণ করে তাকে। তাদের কবর থেকে বাঁচাতে নাবালিকা পালিয়ে গেলেও রক্ষা পায়নি সে। পরে সে ২ ট্রাক ড্রাইভার এর কবলে পড়ে। ওই ২জনো গণধর্ষণ করে। শেষমেষ সেখান থেকে পালাতে সমর্থ হয় নাবালিকা।
আরও পড়ুন:'মৃত্যুবরণ করবেন মমতার ভাইপো'-কেন বললেন?
ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শুরু পড়ে যায়। পুলিশ অবশ্য জানিয়েছে ইতিমধ্যে পসকো আইনে মামলা করা হয়েছে। এখনো পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনজনের এখনো খোঁজ চলছে।যদিও এর ইমোতে মধ্যপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ষণের অভিযোগ আসতে শুরু করেছে। স্বাভাবিক কারণেই চরম অস্বস্তিতে রাজ্যের বিজেপি সরকার। যদিও পুলিশের মুখপাত্র অরবিন্দ তিওয়ারি বলেছেন, আমরা এখনো পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছি।'
মহিলাদের সম্মান এবং নিরাপত্তা রক্ষার রাজ্যে সরকারের উদ্যোগ বোঝাতে গত ১৫ দিন ধরে মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহানের সরকার 'সম্মান'ক্যাম্পেন চালাচ্ছি।কিন্তু সেখানেই একের পর এক ধর্ষণের ঘটনা সরকারের কর্মসূচিকে প্রশ্নের মুখে ফেলে দেয়।
একটি মন্তব্য পোস্ট করুন