দ্বিতীয়ার্ধে ফিরে আসার রেকর্ড বজায় রাখল এটিকে মোহনবাগান। ২-০ গোলে পিছিয়ে গিয়েও ৩-২ গোলে কেরল ব্লাস্টার্স কে হারালো মোহনবাগান। প্রথমার্ধে 14 মিনিটে দূরপাল্লার শট এ গোল করেন কেরলের গ্রে হুপার। দ্বিতীয় হাফে ৫১ মিনিটের ব্যবধান বাড়ান কোস্তা।

এরপর ৫৯ মিনিটে ব্যবধান কমান মোহনবাগানের মার্সেলিনো। ৬৫ মিনিটে পেনাল্টি ও ৮৭ মিনিটে গোল করেন রয় কৃষ্ণা।

Post a Comment

নবীনতর পূর্বতন