ঠাৎই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির আকাশে ডানা মেলেছে সৌরভ গাঙ্গুলীর বিজেপিতে যোগ দেওয়ার আশঙ্কা। শোনা যাচ্ছে, নির্বাচনে জিতলে গেরুয়া শিবির তাকে মুখ্যমন্ত্রী ও করতে পারে। গত সপ্তাহে বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের পরেই এ নিয়ে জল্পনা আরও বাড়ে।



তবে এসব খবরে মোটেও খুশি নন পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।তাদের নির্দেশে কলকাতার নিউটাউনের সৌরভের জন্য বরাদ্দ জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী,সৌরভ গাঙ্গুলীর স্কুলের জন্য বরাদ্দ জমি ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিটকোকে। মন্ত্রিসভায় সিদ্ধান্তের ভিত্তিতেই সংস্থাকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেছেন, সৌরভ গাঙ্গুলীর প্রাপ্য মিটিয়েই ওই জমি দখল না হবে।


আরও পড়ুন:ডেটিং অ্যাপে যোগাযোগ, তারপর নগ্ন ছবি নিয়ে পর্ন সাইটে আপলোড করতো মীরাজুল
 
২০১৩ সালে স্কুল তৈরীর জন্য নিউটাউনের জনবহুল অ্যাকশন এরিয়া-১এ দুই একর জমি বরাদ্দ হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এর নামে।দরিদ্র শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার প্রতিশ্রুতি দেয় বেশ কম দামি জমি পেয়েছিলেন তিনি। কিন্তু গত আগস্টে সেই জমি ফেরত দিতে চেয়ে সরকারের কাছে আবেদন করেন দাদা। স্কুল তৈরীর পরিকল্পনা বাতিল করেছেন জানিয়ে জমি ফিরিয়ে দিতে চান তিনি। তবে পরের চার মাস এ বিষয়েে কোনো সিদ্ধান্ত নেয়নিিি রাজ্য সরকার। কিন্তু চলতি সপ্তাহের পর দুদিন রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে্ সৌরভের সাক্ষাতের পর জমির দখল ফিরিয়ে নেওয়ার ঘোষণা এলো রাজ্য সরকার থেকে।

কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন