![]() |
Image- সংগৃহত |
নববর্ষ উদযাপনে বলি হলো ইতালির শত শত পাখি। ইতালির রাজধানী রোমে নববর্ষ উদযাপনে অনেকেই আতশবাজিতে মেতে উঠেছিলেন। এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে জীববৈচিত্র্য।আতশবাজির কারণে শত শত পাখির মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে পশুপাখি অধিকার গ্রুপ। এ ঘটনা তারা গণহত্যা বলে দাবি করেছেন।
এপিও নিউইয়র্ক টাইমস অনুয়ায়ী, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক প্রাণী অধিকার সংরক্ষণ সংস্থা ওআইপিএ জানিয়েছেন, এটা উচ্চতর তরঙ্গের শব্দ, ও আকাশে মাত্রারিক্ত আলোর ঝলকানি দেখে ভয়ে তারা সবাই একসঙ্গে উড়তে গিয়ে একে অপরের সঙ্গে প্রচন্ডভাবে ধাক্কা খেয়ে মারা যেতে পারে। কিছু পাখি বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে ধারণা পাখিপ্রেমীদের।
স্কাই নিউজের একটি ভিডিওতে দেখা যায়, ইতালির রাজধানী রোমের প্রধান ট্রেন স্টেশনের কাছে অনেক বাকি পড়ে রয়েছে। এদের মধ্যে অধিকাংশই স্টালিং পাখি।
এদিন ঠিক কী কারণে এত পাখি মারা গেল সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ইতালি সরকার। তবে আইওপি এর দাবি ব্যাপকহারে আতশ বাজি পোড়ানোর কারণে পাখিদের এই পরিণতি।
আইওপি মুখপাত্র লোরডানা ডিজিলিও বলেন, 'পাখিগুলো ভয়ে মারা যেতে পারে। হয়তো বিকট শব্দ শুনে সবাই একই সঙ্গে আকাশে উড়েছে। একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে আছড়ে পড়েছে নিচে। অথবা বিদ্যুতের তারে বেঁধেছে। ভুলে গেলে চলবে না, তাদের হার্ট অ্যাটাক হতে পারে প্রচন্ড শব্দে।
প্রসঙ্গত, কোরনা ভাইরাস মহামারীর কারণে রুমে আতশবাজি নিষিদ্ধ করা হয়। রাত ১০ টা পর্যন্ত শহরে কারফিউ ছিল।এই ঘটনার পর আতশবাজির বিক্রি নিষিদ্ধ আহ্বান জানিয়েছে আইওপিএ।
নিউ ইয়র্ক টাইমস এই ঘটনার শিরোনাম করেছে,' নতুন বছরে আতশবাজিতে "গণহত্যার" শিকার পাখিরা'।
কমেন্ট বক্সে মতামত জানান।
একটি মন্তব্য পোস্ট করুন