২০০৮ সালের মুম্বাই হামলার অন্যতম মূলহোতা জাকিউর রহমান লাখভি

২০০৮ সালের মুম্বাই হামলার অন্যতম মূল হোতা জাকিউর রহমান লাখবি গ্রেপ্তার হলেন পাকিস্তানের।জঙ্গী কার্যকলাপে অর্থ যোগানের অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কোন জায়গা থেকে লাখবিকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ কিছু জানাননি।


এ বিষয়ে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট অব পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়,জঙ্গী কার্যকলাপে অর্থ যোগান দিতে একাধিক কার্যকলাপ চালাচ্ছিলেন সে। সেই কারণে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।


জাতিসংঘের আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত লাখবি ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম কালপিট ছিলেন।২০০৮ সালে পাকিস্তানের ১০ মুম্বাইয়ের একাধিক স্থানে হামলা চালিয়েছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিল ১৬৬ জন এবং আহত হন ৩০০ জন। শিহাব না তুই বড় ভূমিকা ছিল লাখভির।
 
লস্কর-ই-তৈয়বার অপারেশন কমান্ডার দাবিভিকে অনেকদিন ধরেই আটক করে রেখেছিল পাক প্রশাসন। মুম্বাই হামলার অভিযোগে আটক থাকার পর ২০১৫ সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পায় সে।


কমেন্ট বক্সে আপনার মতামত জানান

Post a Comment

নবীনতর পূর্বতন