সৎ ছেলের সঙ্গে সংসার পাততে স্বামীর ঘর ত্যাগ করেছেন রাশিয়ান শরীরচর্চা ব্লগার মারিনা বলমাশেভা।তাঁর রঙিন জীবনের কাহিনী সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

মানুষকে শরীরচর্চার পরামর্শ দেওয়াই পেশা পঁয়ত্রিশ বছরের মারিনার। পনেরো বছর বয়েসি অ্যালেক্সি শ্যাভরিনকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন মারিনা।যদিও মারিনার সঙ্গে সংসার পাতার আগে‌ই অন্য এক মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল অ্যালেক্সির।‌ তাঁদেরই সন্তান ভ্লাদিমির। স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর মারিনার সঙ্গে সুখেই কাটছিল অ্যালেক্সির বিবাহিত জীবন।বছর দশকের সংসার করার পর অ্যালেক্সির সঙ্গে বিচ্ছেদ হয় মারিনার। তার প্রাক্তন স্বামী অভিযোগ করেছিলেন, ভ্লাদিমির ছুটিতে বাড়ি গেলেই তার সাথে অন্তরঙ্গ সময় কাটাতো মারিনা। ২১ বছরের সৎ ছেলে ভ্লখদিমিরের প্রেমে পড়েন মারিনা।সম্পর্ক এতটাই গভীর হয়ে ওঠে যে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।তাই ঠিক করে সন্তান জন্ম দেওয়ার আগেই বিয়েটা সেরে ফেলবেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই বয়সে ১৪ বছরের ছোট সৎ ছেলের হাত ধরে নতুন সংসার শুরু করলো মারিনা। তারপর সোশ্যাল মিডিয়ায় জানান, কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।  মা মেয়ে দুজনেই সুস্থ।
সুত্র- ইয়াহু নিউজ।

Post a Comment

নবীনতর পূর্বতন