এবার আর রইল না মাঝের সিট এর দূরত্ব। Valentine মাসের প্রথম দিন থেকেই সিনেমা হলে বসা যাবে পাশাপাশি। রবিবার নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে সিনেমা হল, থিয়েটার, মাল্টিপ্লেক্সগুলোতে ১০০% দর্শক ঢুকতে পারবেন। তবে ডিজিটাল মাধ্যমে টিকিট বুকিং এর উপর জোর দেওয়া হয়েছে। তবে সিনেমা হলে মাক্স পরা বাধ্যতামূলক।মেনে চলতে হবে করোনা সম্পর্কিত যাবতীয় সতর্কবিধিও।
আরও পড়ুন:ভারত থেকে টিকা পাবে কি পাকিস্তান?
কোরনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হল গুলি। কিন্তু অক্টোবরের পরে নির্দিষ্ট নিয়ম মেনে অর্ধেক নিয়ে হলগুলো খোলার অনুমতি দেয় সরকার। কিন্তু দুটি আসনের মাঝে একটি করে আসনে খালি রাখার নিয়মে হলমুখী হচ্ছিলেন না সাধারণ মানুষ, অভিযোগ হল মালিকদের। অপরদিকে, ইউটিউব এর ফলে ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন কে সঙ্গে নিয়ে প্রেমিক-প্রেমিকা হলে আসবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছিল।
কিন্তু সব সংশয় কাটিয়ে এবার কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা। তা অনুযায়ী,১০০% দর্শক নিয়ে হল চালু রাখা যাবে। তবে টিকিট কাটার লাইন এবং হলে প্রবেশের সময় বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাখতে হবে শো টাইম।ভিড় এড়াতে মাল্টিপ্লেক্সগুলোতে একই সময়ে একাধিক শো না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন