বিশ্ব বিখ্যাত জাদুকর পিসি সরকারের মুকুন্দপুরে বাড়িতে শুক্রবার তল্লাশি চালালো সিবিআই। দুপুর থেকে রাত পর্যন্ত তল্লাশি চালালো এক ঝাঁক অফিসার । ২০১১ সালে অর্থলগ্নি সংস্থা টাওয়ার গ্রূপের একটি রেস্তোরাঁর সঙ্গে যুক্ত হয় পি সি সরকার। ঘোষ্ট রেস্টুরেন্ট নামে ওই রেস্তোরাঁয় পিসি সরকারের জাদু তে কন্ধকাটা, শাকচুন্নি, পেত্নী, ব্রহ্মদৈত্য রা খাবার পরিবেশন করতো।
আরও পড়ুন:ভারত থেকে টিকা পাবে কি পাকিস্তান?
আর সেই সময়ে টাওয়ার গ্রুপের মালিক রামেন্দু রায়ের কাছ থেকে বেআইনিভাবে পিসি সরকার কোটি কোটি টাকা নেন বলে অভিযোগ করেছেন রামেন্দু।টাওয়ার গ্রূপের সঙ্গে চুক্তির বাইরে ও পিসি সরকার কত টাকা নিয়েছেন তার তদন্ত করতেই সিবিআই তল্লাশি চালায়। সিবিআইয়ের হানার সময় জাদু সম্রাট বাড়িতে ছিলেন না।তার এক মেয়ের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে প্রচুর নথিপত্র উদ্ধার করে সিবিআই। উল্লেখ্য, টাওয়ার গ্রূপের কর্ণধর রামেন্দু রায়কে সিবিআই আগে গ্রেপ্তার করেছিল। হাইকোর্টের হাতে সম্প্রতি তুলে দিয়ে আমানতকারীদের টাকা ফেরান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন