কৃষক সংগঠনগুলির ডাকে দেশ জুড়ে ভারত বন্ধ। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে রেল থেকে রাস্তা অবরোধ হলেও বনধে কোনো প্রভাব পড়েনি রাজ্যে। কৃষক সংগঠনগুলির বন্ধের সময় কমিয়ে দিলেও এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধ করে বাম ও কংগ্রেস।কোথাও রেললাইন আবার কোথাও রাস্তা অবরোধ করা হয়েছে বাম এবং কংগ্রেস এর তরফ থেকে।  


কিন্তু রাস্তায় নেমেছে সরকারি ও বেসরকারি বাস। চলছে অন্যান্য পরিবহন। নিত্যযাত্রীদের দাবি রাস্তায় তুলনামূলক বাস চলছে। এদিন যাদবপুরের রেল অবরোধ করে বাম কর্মী সমর্থকরা। আবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পথ অবরোধ শামিল হয় তারা। এ কিভাবে জেলায়-জেলায় বাম ও কংগ্রেস  কর্মীরা বিক্ষোভ অবরোধ চলছে বিক্ষিপ্তভাবে। যশোর রোড অবরোধ করেন বামকর্মীরা সেদিন সাতসকালে। রাস্তায় বসে তারা কৃষি আইনের বিরোধিতা করেন। মধ্যমগ্রাম স্টেশনের রেল অবরোধ করেন তারা। একইভাবে বনগাঁ শাখায় হাবরা, বসিরহাট স্টেশন রেল অবরোধ করে বিক্ষোভ চলে।
 
 
 
 
 শিয়ালদা মেন লাইনের নৈহাটি কাঁকিনাড়া কৃষ্ণনগরের রেল অবরোধ হয়েছিল কিছুক্ষণের জন্য। শিয়ালদহ দক্ষিণ শাখার যাদবপুর ডায়মন হারবার লক্ষীকান্তপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বিভিন্ন জায়গায় ওভারহেড এর তারে কলাপাতা ফেলায়। ফলে ওই শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বেশ কয়েক ঘন্টা। যদিও ক্যানিং শাখায় কোন প্রভাব পড়েনি। বন্ধের কোনো প্রভাব পড়েনি সুন্দরবনেও। ডায়মন হারবার এর কিছু এলাকায় দোকানপাট বন্ধ ছিল সকাল থেকে। জয়নগর দক্ষিণ বারাসতের মগরাহাট মঙ্গলবার সকাল থেকে অবরোধ সিপিএম কর্মী-সমর্থকদের। ফলে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জয়নগর কুলপি রোড।দক্ষিণ বারাসাত স্টেশন রেল অবরোধ করে বন্ধ সমর্থকরা জটলা পাকায়। বারাইপুর এর মধ্য রেল লাইনে কলাপাতা ফেলে বন্ধ করা হয় রেল।



হুগলী জেলাতেও ডি এল রায় রাস্তা অবরুদ্ধ করেন বাম কর্মীরা। ডানকুনি চুঁচুড়া সহ বেশ কিছু জায়গা পথ অবরোধ হয়েছে। রিষড়া স্টেশনে রেল অবরোধ হয়েছে। বাঁকুড়া গোবিন্দ নগরে রাস্তা অবরোধ করে বাম কৃষক সংগঠনগুলির। ডোমজুড় স্টেশনের কাছে রেল অবরোধ হয় মঙ্গলবার সকাল থেকেই। কাঁধে লাঙ্গল নিয়ে অবরোধের শামিল হয় আন্দোলনকারীরা‌।তাছাড়া দক্ষিণ-পূর্ব রেলের আমতা হাওড়া শাখায় অব্যাহত ট্রেন চলাচল। আটকে রয়েছে ডাউন আমতা হাওড়া লোকাল

Post a Comment

নবীনতর পূর্বতন