পশ্চিমবঙ্গের সবার প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে পড়লে। শ্বাসকষ্টের সমস্যা বা রায় বুধবার মেলায় তাকে ভর্তি করা হল দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে। তবে অবস্থা স্থিতিশীল বলে আশ্বস্ত করছেন চিকিৎসকরা।বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা নতুন নয়। গত 15 বছর ধরে বর্ষীয়ান সিপিএম নেতার সিওপিডির সমস্যা রয়েছে। যে কারণে দীর্ঘদিন ধরেই তাকে অক্সিজেনের সাহায্য নিয়ে থাকতে হচ্ছিল। তার বাড়িতে সারাক্ষণই তাকে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার থেকে নাকে নল দিয়ে শ্বাস প্রশ্বাস চালাতে হয়।
পরিবার সূত্রে খবর,এদিন সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যা প্রবল বৃদ্ধি পায়। বাধ্য হয়ে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন বুদ্ধদেবের শরীরে অক্সিজেনের স্যাচুরেশন মাত্র 70 এর নিচে নেমে যায়। তার স্বাস্থ্যের অবনতি দেখে, চিকিৎসকেরাও বাড়িতে রাখার ঝুঁকি নেননি।তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। বেলা আড়াইটে নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও ক্লিনিকে তার চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে। করা হচ্ছে জরুরি পরীক্ষা-নিরীক্ষা। তাছাড়াও কোভিড টেস্ট করানো হবে বলে জানা যাচ্ছে।
বিশদে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না
একটি মন্তব্য পোস্ট করুন