এবার আগুন লাগল ইএম বাইপাস এর কাছে ঝুপড়িতে। বিধ্বংসী আগুন দাউদাউ করে জ্বলছে বস্তি।ইএম বাইপাসের ধারে পূর্বাশা আবাসনের পাশে ঝুপড়িতে আগুন লেগেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15 টি ইঞ্জিন। শেষ হওয়ার পাওয়া পর্যন্ত এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন আগুনের কারণে বাইপাসে বন্ধ যান চলাচল।



ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। উদ্ধার কাজী নামানো হয়েছে মোতায়ন বিপর্যস্ত মোকাবিলা বাহিনীও। ঘটনাস্থলে ফিরহাদ হাকিমো গিয়েছেন। আগুনের যাস ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিতে মধ্যে ভষ্মিভুত হয়ে গেছে। তবে এখনো কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সূত্রের খবর,ঝোপের মধ্যে যারা ছিলেন তাদের সকলি দৌড়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।


জানা গিয়েছে, সন্ধ্যায় বাইপাসে লাগোয়া বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে ধুলেমাঠ বস্তিতে হঠাৎ আগুন লেগে যায়। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে একাধিক বস্তিতে। দাও দাও করে জ্বলতে শুরু করে একের পর এক ঝুপড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিজেদের সম্বল টুকু বাঁচাতে মরিয়া চেষ্টা চালান বস্তিবাসীরা। যুদ্ধকালীন তৎপরতায় জ্বলছে আগুন নেভানোর কাজ।সতর্কমূলক ব্যবস্থা হিসেবে আপাতত বাইপাসে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।যদিও এলাকাবাসীদের অভিযোগ খবর দেওয়া অনেকক্ষণ পর্যন্ত কোন দমকল আসেনি।





আগুন লাগার এক ঘন্টা পরে,সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। অগ্নিকাণ্ডের জেরে বাইপাসে বন্ধ হয়ে যায় একাধিক যান চলাচল। আশেপাশের বিকল্প রাস্তা গুলি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনাস্থলে রয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু। বিপদ এড়াতে পুলিশ বাইপাস সম্পূর্ণ বন্ধ করে দেয়।আগুনের উৎস স্থল খুঁজে পেতে ও হিমশিম দশা হয় দমকল কর্মীদের। সেখানকার আগুন নেভাত পারলে বিপদের ক্রমশ বাড়বে বলে জানাচ্ছে দমকল কর্মীরা। তবে আগুন কিভাবে লাগলো তা এখনো স্পষ্ট নয়।





কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন