ই- পাস করে এখন চলছে কলকাতা মেট্রো। প্রথমদিকে অল্প সংখ্যায় শুরু হলেও ধীরে ধীরে মৃত্যুর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। লোকাল ট্রেন চালু হওয়ার পর সেই সংখ্যা আরো বাড়ানো হয়েছে। এবার আগামী সোমবার সাতে ডিসেম্বর থেকে আবার বাড়ছে মেট্রো সংখ্যা। বদলে যাচ্ছি সময়সূচী। সেইসঙ্গে ই- পাশের নিয়ম ও বদলানো হচ্ছে।


মেট্রো কর্তপক্ষ তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। এতদিন সকাল ৮:০০ প্রথম মেট্রো চালু হলেও সোমবার থেকে তা শুরু হবে সকাল ৭:০০। আবার শেষ মেট্রো সময় পরিবর্তন করা হয়েছে। নোয়াপাড়া বা দমদম থেকে রাত ৯:০০ শেষ মেট্রো ছাড়লেও আগামী সোমবার থেকে নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯:২৫ মিনিটে। আর দমদম থেকে ওই মেট্রো টি ছাড়বে রাত ৯:৩০এ।শুধু তাই নয় সোমবার থেকে আরও ১৪ টির বেশি মেট্রো চালু করবে ফলে বর্তমানে ১৯০ টি মেট্রো চলাচল করলেও সোমবার থেকে তাড়ানো হবে ২০৪টা।




এবার বলি ই-পাশের কথা, সকাল ৭:০০ থেকে ৮:০০ এবং রাত ৮:০০ টার পর থেকে কোন ই পাস লাগছে না। তাছাড়া বৃদ্ধ ১৫ বছরের কম বয়সী এবং মহিলাদের জন্য সারাদিনই কোন ই -পাসের প্রয়োজন পড়বে না। তবে এখনো পর্যন্ত টোকেন এর ব্যবস্থা চালু করতে চায়না মেট্রো কর্তৃপক্ষ।

Post a Comment

নবীনতর পূর্বতন