![]() |
Photo-PIT |
তিনি নিজেই শয্যাশায়ী।তা সত্ত্বেও তারই মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রদানের পর শোক বার্তা পাঠালে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন বিকেলে পাঠানোর শোকবার্তায় বুদ্ধবাবু লিখেছেনএদিন বিকেলে পাঠানোর শোকবার্তায় বুদ্ধবাবু লিখেছেন, "সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যু এক গভীর দুঃখজনক ঘটনা। বাংলা চলচ্চিত্র চিরকাল তার কাছে ঋণ স্বীকার করবে। আমি তার পরিবার পরিজনকে সমবেদনা জানায়।,"দিন কয়েক আগে বুদ্ধদেবের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুদ্ধবাবুর বর্তমান অবস্থার ছবি ও সোশ্যাল মিডিয়ায় তুলে দিয়েছিলেন ধনখড়। যা সমালোচিত হয়েছিল। কিন্তু সেই ছবিতেই দেখা গিয়েছিল, প্রায় শয্যাশায়ী অবস্থায় বুদ্ধদেব বাবু। কিন্তু সেই অবস্থাতেও সৌমিত্রের প্রয়াণে শোক বার্তা পাঠালেন তিনি।
যখন তিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী, সেই সময় থেকেই বাংলায় শিল্প সংস্কৃতির জগতের সঙ্গে গভীর ভাবে জুরে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর চেয়ার সামলানোর সময়ও তার অন্য তা হয়ে ওঠেনি। সেই সময় থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ বুদ্ধদেব বাবু। তাছাড়া সৌমিত্রের বাম মনস্কতার কোথাও কারও অজানা নয়। সেই ঘনিষ্ঠতা অবশেষে শেষ হল সৌমিত্রের বিদায়ে।
Feluda’ is no more. ‘Apu’ said goodbye. Farewell, Soumitra (Da) Chatterjee. He has been a legend in his lifetime. International, Indian and Bengali cinema has lost a giant. We will miss him dearly. The film world in Bengal has been orphaned 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) November 15, 2020
অপরদিকে, শোকবার্তায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"বাংলার তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সকল মানুষের হয়ে আমি আমাদের গভীর মর্মবেদনা প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব করতে পেরেছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে সবার প্রথমে ছিলেন। তার মৃত্যু বাংলার জনজীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলো। আমি সৌমিত্রচট্টোপাধ্যায়ের পরিবার এবং পরিজন ও অসংখ্য কোন রোগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি ।
— Narendra Modi (@narendramodi) November 15, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় লিখেছেন,"শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াণ চলচ্চিত্র জগতে, পশ্চিমবঙ্গ সহ ভারতের সংস্কৃতির পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তার কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।"
একটি মন্তব্য পোস্ট করুন