অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা মূলক প্রয়োগ শুরু হল পুনেতে।এই পরীক্ষার অনুমোদন দিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। ১৭ টি ক্লিনিককে বেছে নেওয়া হয়েছেএই পরীক্ষার জন্য।২০ থেকে ৫০ বছরের মধ্যে যাঁদের বয়স, এমন ১৬০০ জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হবে।এদের মধ্যে প্রথম ২ জনের শরীরে এই ভ্যাকসিন প্রোয়গ করা হয়েছে।
Photo-(Credit: Orpheus FX/Shutterstock)
েরামের সাথে চুক্তি অক্সফোর্ডের
 বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা ভ্যাকসিন ভারতে উৎপাদনের কাজ করছে। অক্সফোর্ডের ভ্যাকসিনের দেশীয় নাম কোভিশিল্ড রাখা হয়েছে। কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির জন্য তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং ভারত সরকারের তরফে কোভিশিল্ড উৎপাদন ও ভবিষ্যতের জন্য মজুত করার অনুমতি পেয়েছেে।
পরীক্ষামূলক প্রয়োগ ভালো সাড়া
অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিনের পরীক্ষামূলক সাড়া মিলেছে পুরো বিশ্ব থেকে। ব্রিটেনে জুলাই মাসের শেষে প্রথম পর্যায়ের পরীক্ষা শেষ হয়। যাদের শরীরে এটি প্রয়োগ করা হয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে গেছে। বিজ্ঞান বিষয়ক জার্নাল ল্যানসেট এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ভ্যাকসিন প্রয়োগে মাত্র ১৪ দিনের মধ্যে টি-সেল উদ্দীপ্ত হয়। ২৮ দিনে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন