তিনি সোশ্যাল মিডিয়াতে প্রথম গুঞ্জন ছড়িয়ে ছিল ঠিক নেই শ্রাবন্তী রোশনের ভালোবাসার ঘর। কথায় বলে 'যা রটে তার কিছুটা বটে ' অর্থাৎ এটি শুধু এই রটনায় নয় কিছু সত্যতাও আছে।খাঁটি সত্য কথা উস্কে দিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ঠেলাঠেলি পোস্ট করেছে শ্রাবন্তী রোশন। তারপর গত একমাসে সেই গুঞ্জন ক্রমে জরালো হয়েছে।সম্পর্কের তিক্ততা এতটাই যে সোশ্যাল মিডিয়াতে পরোক্ষে একে অপরকে কটাক্ষ করা থেকেও দূরে থাকছেন না তারা।
এবার বিতর্কে কেন্দ্রবিন্দুতে রোশনের নতুন ইনস্টাগ্রাম পোস্ট যেখানে লক্ষ্য করা যাচ্ছে রোশন হেভিওয়েট উঠাচ্ছেন। তবে ভিডিওর টুইস্ট অন্য জায়গায় ভিডিওটি আসল অডিও করা কিন্তু এডিট করে এক সংলাপ ঢুকিয়ে সেখানে বলা হচ্ছে 'একটা সত্য কথা বলি। যে মজা নিজেকে বদলানোর মধ্যে রয়েছে তা বদলা নেওয়ার মতো নেই।'এই সংলাপের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়।অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে শ্রাবন্তীর সঙ্গে দূরত্ব বাড়ায় কি রোশনের অভিনেত্রীর প্রতি কোনো ক্ষোভ নেই শুধুই রয়েছে দুঃখ!নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের এই ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন।
একটি মন্তব্য পোস্ট করুন