সম্প্রতি এই হরমোনের মাত্রা ছড়ালেন স্বস্তিকা। নীল রঙের বিকিনি। নো মেকআপে একগাল হাসি। এভাবেই ভুলের মধ্য পোস্ট দিলেন স্বস্তিকা। সঙ্গে রয়েছে এক বান্ধবী ও। তার সৌন্দর্য থেকে চোখ ফেরানো যায় না। কেরলের তাজ বেকাল রিসর্ট এবং স্পা তে তোলা হয়েছে এই ছবি। আশেপাশে ঘন জঙ্গল। তার মাঝে সুইমিংপুল।
আর সেখানে নীল রঙের বিকিনিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। শীতের মধ্যে সুইমিংপুলে স্বল্পপোশাকে স্বস্তিকা। এমনটা ভাবলে ভুল করছেন। ছবিগুলো তোলা বহু আগে। থ্রবাক হিসেবে তিনি এগুলো পোস্ট করেছেন। পোস্টার ক্যাপশনে লিখেছেন, 'আমি ডুব দিলে, তুমিও দেবে, সকলেই দেবে। তারপর ধীরে ধীরে জলের মধ্যে তৃতীয় যাবে।'
রিসোর্টের অন্যান্য ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। যেখানে পুলের সামনে একটি বড় দল না দেখা যাচ্ছে। সকালে হোক বা রাতে এমন দোলনায় আপন মনে বসে থাকলে সময় কেটে যাবে। নিজের রুম থেকে তোলা একটি স্নাপও শেয়ার করেছেন তিনি।সুমিংপুল থেকে যে স্বস্তিকার জোকস শোনাতে পাচ্ছেন না তা প্রমাণ হয়ে গিয়েছে। সব ছবিতেই পুলটি বর্তমান। রুম নিয়েছিলেন পুলসাইড।আরও পড়ুন:বদলানোর বিশাল মজা পাওয়া যায়, শ্রাবন্তী কে ছেড়ে যা বললেন রোশন! দেখুন ভাইরাল ভিডিও
একটি মন্তব্য পোস্ট করুন