বলিউড ছবিতে ডান্স নাম্বারে তার বাড়বাড়ন্ত বেড়েছে। আইটেম নাচিয়াদের মধ্য যার এক নম্বরে থাকেন তিনি হলেন নোরা ফাতেহি (Nora Fatehi)। নিজের দারুণ ড্যান্স আর অপূর্ব রূপ দিয়ে তিনি মাতোয়ারা করে দেন দর্শকদের। নোরা ফাতেহি সোশ্যাল হ্যান্ড ফ্যান ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক।
নোরা ফাতেহি "ছোর দেংগে" সামনেই মুক্তি পেতে চলেছে। সেখানে এখনও অবধি সবচেয়ে দেশি অবতারে দেখা গেছে নোরা ফাতেহি কে। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি নিজের টিজার রিলিজ করেছেন।
এর পরে তিনি এই সংক্রান্ত আরও একটি ট্রিজার আপলোড করেছেন।সেখানেও লাল পোশাকে আগুনের গোলা লাগছেন লাস্যময়ী নোরা।তার এই ভিডিওগুলি ভিউ হয়েছে লক্ষাধিক। আর একেবারে দেশি অবতারে নোরা ফাতেহি কে দেখে একেবারে রসে নিমজ্জিত হয়েছে এবং অপেক্ষা করছেন তার পরবর্তী গানের জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন