nusrat jahan & mimichakraborty
লক্ষ্মীরতন শুক্লা দল থেকে সরে যাওয়ার পর, দলবদল এর হাওয়া এখনো পিছু ছাড়েনি তৃণমূলের। কিন্তু এরইমধ্যে বাংলা সিনেমার দুই লাস্যময়ী নায়িকা অপরদিকে তৃণমূলের সাংসদ নতুন বছরের ছুটি কাটাতে এই মুহূর্তে নুসরাত রয়েছেন রাজস্থানে, আর মিমি দুবাইয়ে। মরুভূমির প্রান্তরেইঅবসরের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করেছেন বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও। আর এতেই বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। আবার অনেকেই তাদের সমর্থন করছে।কিন্তু বেশিরভাগই দুই সংসদ কে কটাক্ষ করতে চাচ্ছেন না কোনমতে। মরু হর সোলো ট্রিপে গিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। নতুন বছরের শুরুটা সেখানে কাটাচ্ছেন। নিজের টুইটার ইনস্টাগ্রামের পেজে এই ট্রিপেরবলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী। কিন্তু নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া মিলছে, কেউ কেউ বলছেন 'আপনি একজন সাংসদ?এক জন সাংসদের মানুষের জন্য কাজ করা উচিত আর আপনি দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন বাহ!'আবার কেউ লিখেছেন, একদম ঠিক ওর (মিমি) নিজের দায়িত্ব জ্ঞান জানা উচিত।'

তবে এই ধরনের মন্তব্যে একেবারে পাত্তা দিতে নারাজ দুই সাংসদ। উল্টে নতুন ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, 'প্রতিবারই এটি একটি নতুন গল্প বলে'। অর্থাৎ নেটিজেনদের তিনি একেবারে উড়িয়ে দিচ্ছেন।অপরদিকে রাজস্থানী ঘুরতে গিয়ে একই রকম ট্রোলের মুখে পড়তে হয়েছে আরেক তৃণমূল সাংসদ তথা টলি নায়িকা নুসরাত জাহান কে। তিনি আবার একা জাননি রাজস্থানে। তার সঙ্গে রয়েছেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত। তবে তারা একসঙ্গে কোন ছবি বা ভিডিও শেয়ার করেন নি সোশ্যাল মিডিয়ায়।নুসরাত আজমীর শরীফে গিয়ে বিশেষ প্রার্থনা করেছেন, সেইসঙ্গে দিয়েছেন একটি ভিডিও বার্তা। তবুও দুজনকে নিয়ে জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন:'DHOOM-4' এ চোরের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে!

Post a Comment

নবীনতর পূর্বতন