ছবি: হিন্দুস্তান টাইমস

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে ফুরফুরা দরবারে হাজির হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাউদ্দিন ওয়াইসি।


রোববার সকালে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন তিনি। ফুরফুরা দরবারে পৌঁছনোর পর আসাউদ্দিন কে স্বাগত জানান আব্বাস সিদ্দিকি। এরপর একান্ত বৈঠকে বসেন দুজন। সেই বৈঠকের ছবি দুটো করেন ওয়াইসি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে,বিধানসভা নির্বাচনের রণকৌশন নিয়ে সেখানে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।সম্প্রতি বিহার বিধানসভা ভোটের ফলাফল উদীয়মান মুসলিম নেতা আসাউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিম ইন এভাবে ৫টি আসনে জয়লাভ করে।



তারপরই মিম প্রধান জানিয়েছেন, পশ্চিমবঙ্গের একাধিক জেলার বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী দেবে মিম। তবে এর মধ্যেই রাজ্যের মিমের সংগঠনের একটা বড় অংশ তৃণমূলে যোগদান করেছে।
 
আরও পড়ুন:ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান!
তৃণমূলের দাবি, রাজ্য মুসলিম ভোট কাটতে মীমকে আমদানি করেছে বিজেপি। বিজিবি পাল্টা দাবি নিজেদের ক্ষমতাতেই জিতবেন তারা। সিপিএমের দাবি,পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতির নোংরা খেলা শুরু করেছে তৃণমূল ও বিজেপি। তারই ফল মিমের আমদানি।
 
আরও পড়ুন:পাকিস্তানে গ্রেপ্তার মুম্বাই হামলার "মাস্টারমাইন্ড"


কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন