![]() |
Redmi 9 Power |
ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে Xiaomi। জানা গিয়েছে , নতুন সেই স্মার্টফোনের নাম Redmi 9 Power।জানা যাচ্ছে, চায়নায় যে ফোনটি Redmi note 9 4G ফোনটি লঞ্চ করেছে, সেটি ভারতে Redmi 9 Power নামে ভারতে লঞ্চ হচ্ছে।
টেকস্টার মুকুল শর্মা এই খবরটি সর্বপ্রথম জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো জানাচ্ছেন যে, এই Redmi 9 Power ভারতে লঞ্চ হচ্ছে ১৫ই ডিসেম্বর। যদিও নতুন এই স্মার্টফোন লঞ্চের বিষয়ে এখনো অব্দি কিছুই জানানো হয়নি শাওমি তরফ থেকে। তবে 15 ই ডিসেম্বর যদি ফোনটি লঞ্চ হয় তাহলে খুব শীঘ্রই এর টিজার রিলিজ করতে পারে শাওমি।
ফোনটিতে থাকছে 6.53 ইঞ্চি ডিসপ্লে, যা রিফ্রেশ রেট 120 হার্জ। প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 662 চিপসেট। আর থাকছে 8 জিবি রেম এবং 256 এমবিল্ড ফোনে স্টোরেজ। যদিও Redmi Note 9 4G চায়নায় এটি চারটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে।
এই ফোনটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী 6000mh ব্যাটারি, যা 18 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরাও হতে চলেছে খুবই শক্তিশালী, একটি ট্রিপল ক্যামেরা সেটাপ, যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল। তা ছাড়াও এতে প্রাইমারি সেন্সর, একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ডিফেন্সের থাকছে যেমনটি অন্যসব সব ফোনের সাথেই আসে।
চায়না লঞ্চ হওয়া Redmi Note 9 4G স্মার্টফোনের দাম শুরু হচ্ছে CNY 999 থেকে যেটা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 11,300 টাকা। এখন ভারতে Redmi 9 Power ফোনটি লঞ্চ করলে তার দাম কিছুটা এমনই হতে চলেছে বলে জানা গিয়েছে।
কেমন হবে ফোনটি, রেম,প্রসেসর ভালো হবার সত্বেও এটি কি বাজারে আগুন লাগাতে পারবে? রেডমি লাভারদের জন্য এটি খুবই আনন্দে সংবাদ। এখন এটাই একটা প্রশ্ন, যে এটি বাজারে আসার পর আপনি কিনবেন, কি কিনবেন না? কমেন্ট করে জানাতে ভুলবেন।আর নোটিফিকেশন বেলটা অন করে দিন। কারন আমি যখনই এমন ইনফর্মেশন লিখব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
Good phone ❤️
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন