কলকাতায় লন্ডন থেকে ফেরার বিমানের 2 যাত্রী করোনা পজিটিভ,জানা গিয়েছে রবিবার।লন্ডনে আবারো দ্রুত ছড়িয়ে পড়া করোনার না কথা মাথায় রেখে ওই দুই যাত্রী কে পৃথক ভাবে রাখা হয়েছে এবং চিকিৎসা সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য দপ্তর। এর মধ্যেই সোমবার ভারত সরকার 31 শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে বিমান আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
এই পরিস্থিতিতে রাজ্য ফের শুরু হচ্ছে কন্টাক্ট ট্রেসিং এর কাজ।সোমবার স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, 'সোমবারই আমরা বিমানবন্দরের কাছে গত 15 দিনের ব্রিটেন থেকে শহরে আসা যাত্রীদের তথ্য চেয়েছি। সেটা পেলেই কন্টাক্ট ট্রেসিং শুরু করা হবে। তাদের কাছে ফোন করে জানতে চাওয়া হবে, তারা কোয়ারেন্টাইন মানছেন কিনা, বা কোন উপসর্গ দেখা গিয়েছে কিনা। আমাদের এখন লক্ষ্য, ব্রিটেন ফেরত যাত্রীরা ১৪ দিনের আবশ্যিক কোরেন্টাইন মানছে কিনা, সেটা নিশ্চিত করা । তার জন্য আমরা অত্যন্ত কড়া কনট্র্যাক্ট ট্রেসিং করব।'
গত কয়েকদিনে লন্ডন শহর দক্ষিণ-পূর্ব এবং পূর্ব ব্রিটেনের একাধিক এলাকায় করোনার নতুন স্ট্রেন বা প্রকারের খোঁজ মিলেছে।প্রাথমিক গবেষণা থেকে যেটুকু জানা গিয়েছে তাতে দেখা যাচ্ছে মিউটেশনের ফলে এই আরএনএ ভাইরাস আরো বেশি সংক্রমক হয়ে উঠেছে। মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ সিদ্ধার্ত জোয়ারদার বলেন, 'আপাতত যেটুকু তথ্য মিলেছে তাতে দেখা যাচ্ছে ভাইরাসের স্পাইক প্রোটিনের বেশকিছু মিউটেশনের জন্য সমাজে ভাবটা বেড়েছে প্রায় 70 শতাংশ। নেদারল্যান্ড বেলজিয়াম অস্ট্রেলিয়াতেও এইরকম প্রকারের পরিবর্তন দেখা গিয়েছে। ফলে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছে।
তবে আশা করা যায়, দেশের বিমান মন্ত্র ঘটনাটি সামনে আসার পরপরই 31 ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে বিমান আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন যোগ্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।আগামীকাল সপ্তাহের মধ্যেই ভারতে আসতে চলেছে ভ্যাকসিন। করোনা ভাইরাসের এই নয়া মিউটেড প্রকার যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে কি ভ্যাকসিন এর কাজের কাজ কিছু হবে? সিদ্ধার্থ বলেছেন, 'ভ্যাকসিন থেকে যে এন্টিবডি তৈরি হবে শরীরে সেটা শুধু এক প্রকারের করোনা ভাইরাস কি মারবে না। অন্য প্রকারের বিরুদ্ধেও কাজ করবে। ফলে এখন ঐ সেটা নিয়েই এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই।
কমেন্ট বক্সে আপনার মতামত করুন।
একটি মন্তব্য পোস্ট করুন