র্ণব গোস্বামীর রিপাবলিক ভারত কে কুড়ি হাজার পাউন্ড জরিমানা করলো অফকন নামক ব্রিটিশ টিভি নিয়ন্ত্রক সংস্থা।গতবছর রিপাবলিকের হিন্দি চ্যানেলে অনুষ্ঠানে পাকিস্তানি নাগরিকদের সম্পর্কে বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলার জন্য এই শাস্তি। ব্রিটিশ সরকার অনুমোদিত অফিস অফ কমিউনিকেশন বা অফকম ব্রিটেনে সম্প্রচার, টেলিকমিউনিকেশন এর ক্ষেত্রে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে।


বিস্তারিত ভাবে আফকম জানিয়েছে, অর্ণব সঞ্চালিত রিপাবলিক ভারতের পুছতা হে ভারত অনুষ্ঠান সম্প্রচারের সব রীতিনীতি লংঘন করা হয়েছে। ২০১৯ সালে ৬ ই সেপ্টেম্বরেরঅনুষ্ঠানের সঞ্চালক ও কয়েকজন অতিথির কুৎসিত ভাষায় পাকিস্তানের মানুষজন সম্পর্কে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছে। সেই সময় দুই দেশের সম্পর্ক খুবই উত্তেজক ছিল। তিনি অফকম প্রচুর অভিযোগ পায়। বারবার পাক নাগরিকদের নোংরা কথা বলা হয়েছে।


ব্রিটেনে রিপাবলিকের সম্প্রচারের দায়িত্বে রয়েছে ওয়ার্ল্ড ভিউ মেডিয়া নেটওয়ার্ক। তাদের কাছেও বলা হয়েছে যে,তাদের এই বিবৃতিতে প্রচার করতে হবে এবং ওই অনুষ্ঠান আর কখনো দেখানো যাবে না।হাজার 900 ভারতের চন্দ্রযান অভিযান নিয়ে হলেও তাতে পাকিস্তানকে অনর্গল অপমান করা হয়। সংবাদ চ্যানেল এ অতিথিদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত 2 সামরিক কর্তা, এক বিজেপি নেতা ছাড়াও পাকিস্তানের দুইজন। পাকিস্তানিরা কথা বলার সুযোগই পাননি বলে অভিযোগ। তাঁদের চিৎকার করে থামিয়ে দেওয়া হয়েছে বারংবার। বলা হয়েছে,পাকিস্তানিরা, এমনকি, শিশুরাও সবাই সন্ত্রাসবাদী। একজন পাকিস্থানীদের ভিখারি, চোর বলেও মন্তব্য করেছেন।




আপনার মতামত কমেন্ট বক্সে জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন