Today News ডেস্ক:
সেই ব্যান লাগার থেকে ব্যাঙ্গালুরুতে কোম্পানির অফিস নেওয়া তড়িঘড়ি, PUBG Mobile এর কামব্যাকের জন্য অধীর অপেক্ষায় বসে আছে ভারতীয় গেমাররা। সেই PUBG Mobile ই ভারতে কামব্যাক করতে চলেছে। তবে এবার PUBG Mobile কে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে অন্য নামে। গেমের প্রস্তুতকারক সংস্থা অর্থাৎ Krafton Inc র তরফে এরিন ঘোষণা করা হয়েছে যে, ভারতে খুব শিগগিরই লঞ্চ করতে চলেছে battlegrounds mobile India। কোম্পানির তরফ এ বলা হচ্ছে 'আউটফিটস এর মতই এক্সক্লোসিভ ইন ডিফেন্স হিসেবেই লঞ্চ করা হবে এই গেম এবং ফিচারে থাকবে ভারতের ইস্পোর্টস ইকোসিস্টেম ও তার সঙ্গে টুর্নামেন্ট ও লিগস'।

এই Battlegrounds Mobile India আসলে PUBG Mobile India এর রিব্যাজড ভার্শন। ভারতে PUBG Mobile ব্যান হওয়ার পর থেকে  PUBG Mobile India নিয়ে লঞ্চ করতে উঠেপড়ে লাগে কোম্পানি। সেই গেম ভারতে লঞ্চ করতে কোম্পানি একটি অফিস খুলে বশে ব্যাঙ্গালুরুতে। যেখানে কর্মী নিয়োগের বিজ্ঞাপন যেমন দেওয়া হয়, কেমনি আবার সরকারের কাছ থেকে লঞ্চিংয়ের অনুমতি পাওয়ার জন্য একাধিকবার বৈঠকে বসার জন্য কাকুতি-মিনতি করা হয় কোম্পানির তরফ থেকে। তবে সেই ভারতীয় ভার্সনের লঞ্চ এখন স্বপ্নেই রয়ে গেছে! কারণ pubgmobile ডট ইন নামে যে ডোমেইন রেজিস্টার করা হয়েছিল সেই ডোমেন ও তুলে নেওয়া হয়েছে এবং সেইসঙ্গে PUBG Mobile India র Youtube চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও পুরানো ভিডিও গুলি তুলে নেওয়া হয়েছে।

কোম্পানির তরফে জাননো হয়েছে যে, Battlegrounds Mobile India ভারতে অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে প্রি রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে । অর্থাৎ আগে পিরে স্টেশন এবং সেখানে ছাড়া পাওয়ার পর battleground mobile India লঞ্চ ডেট ঘোষণা করা হবে। h&m ভারতের জন্য এক্সক্লুসিভলি লঞ্চ করা হবে এবং তার মধ্য দিয়েই ভারতের ইন ইস্পোর্টস ইকোসিস্টেম মান্যতা দেওয়া হবে। Battleground Mobile India গেমে একাধিক in-game কনটেন্ট নিয়ে আসা হবে এবং প্রতিনিয়ত ইভেন্টের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কোম্পানির তরফ এ আরও জানানো হয়েছে যে লঞ্চ হবার পরে প্রথম ইভেন্ট পেজ জাঁকজমক ভাবেই আয়োজন করা হবে, যার ডিটেইলস কোম্পানি আগে থেকে জানিয়ে দেবে।

  আরও পড়ুন:'আমি প্লে বয় নই, Live বয়', তথাগত কে জবাব মদনের

এদিন Krafton Inc র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে লেখা হয়েছে,'প্রাইভেসি এবং ডাটা সিকিউরিটি অগ্রাধিকার দেবো আমরা। আর সেই দিকটা জোরদার করতে Krafton এমনই কিছু পার্টনারের সঙ্গে যুক্ত হতে চলেছে, যারা প্রতিটা ধাপে আমাদের ইউজারদের ডেটার সুরক্ষা দিতে সাহায্য করবে। এই আসন্ন গেম অর্থাৎ Battlegrounds Mobile India যেমন ভারতীয় গেমারদের গোপনীয়তার অধিকার কে সম্মানিত করার বিষয়টি নিশ্চিত করবে এবং সেইসঙ্গে সমস্ত তথ্য সংগ্রহ ও ভারতের খেলোয়াড়দের জন্য প্রযোজ্য আইন ও বিধিমালা ও পুরোপুরি মেনে চলবে।'

আরও পড়ুন:বন্ধ Local train, দুর্ভোগে নিত্য যাত্রীরা

 

 

 

 

 

 

 

 

আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।

Post a Comment

নবীনতর পূর্বতন