Jio একমাত্র দেশের যে কোন নেটওয়ার্কে এই বিনামূল্যে কলিং পরিষেবা প্রদান করবে। যেটি ১লা জানুয়ারি ২০২১ থেকে শুরু হতে যাচ্ছে। তবে প্রথমদিকে jio থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যেত। কিছুদিন পর অন্য নেটওয়ার্কে কল করার জন্য জিও চার্জ করতে লাগলো গ্রাহকদের কাছ থেকে। আবারো ফ্রী করতে চলেছে।
২০১৯ এ Jio থেকে ভারতবর্ষের অন্য যে কোন নেটওয়ার্কে কল করার জন্য ICU চালু করেছিলেন মুকেশ আম্বানি এই কোম্পানি।হাতে গোনা কয়েকটা রিচার্জ প্লানিং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ফ্রি মিনিট অফার করত জিও। আর সেই প্ল্যান গুলির মধ্যে রয়েছে ₹১২৯, ₹১৪৯ ₹১৯৯ এবং ₹৫৫৫ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান। প্রতিটি রিচার্জ প্যাকেজই Reliance Jio র উত্তর দে জনপ্রিয় প্ল্যান।
২০১৯ এ সেপ্টেম্বর থেকে Bill এবং Keep সিস্টেম চালু করার দিনক্ষণ বাড়িয়ে ২০২০ এর ১লি জানুয়ারি করা দেয় TRAI অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আর তারপর থেকে অফনেট ভয়েস কলের জন্য চার্জ করতে শুরু করে। ৩১ ডিসেম্বর কোম্পানি সেই ICU চার্জ বা অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা কাটার ব্যবস্থাপনা বন্ধ করে দেওয়ার ফলে ব্যাপক চাপে Vodafone Idea এবং Airtel এর মত দেশের নামজাদা বেসরকারি টেলিকম সংস্থার গুলি। কারণ এমন সুবিধা তাদের নেই।
রিলায়েন্স জিও তরফে বলা হয়েছে, ট্রাই-এর নির্দেশ অনুযায়ী, bill and keep সিস্টেম চালু হচ্ছে ২০২১ এর ১লা জানুয়ারি থেকেই।অর্থাৎ সেই দিন থেকেই আমরা দেশের অন্যসব নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য ICU চার্জ বন্ধ করছি। এর আগে জিও গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার খরচ অর্থাৎ ICU চার্জ বন্ধ করবে। সেই কথাই আমরা রাখতে চলেছি নতুন বছরের প্রথম দিন থেকেই। অক্টোবরে মুকেশ আম্বানির এই কোম্পানি ২.২২ মিলিয়ন নতুন গ্রাহক যোগ করেছে। সবমিলিয়ে কোম্পানির সাবস্ক্রাইবার এর সংখ্যা ৪০৬.৩ মিলিয়ন।
আরও পড়ুন: ২৪,০০০ টাকার চা খেয়েছেন কখনো?
আপনার মতামত কমেন্ট বক্সে জানান।
একটি মন্তব্য পোস্ট করুন